মৃদুভাষণ ডেস্ক :: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল বৈশাখী মেলা। দেশটির রাজধানী মেলবোর্নের গ্লোরিয়া পাইক নে ...বিস্তারিত »
আইসিইউতে ১৮ ইনজেকশনে রোগীর মৃত্যুতে মামলা

মৃদুভাষণ ডেস্ক :: ভুল চিকিৎসায় ক্যান্সারের রোগীর মৃত্যুর অভিযোগে রাজধানীর মিরপুরের ডেল্টা হাসপাতাল লিমিটেডের পরিচালক ও তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার ঢাকা মহানগর হাকিম মো. জিয়ারুল ইসলামের আদালতে নিহতের ভাই অ্যাডভোকেট রুহুল আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালত ১০ জানুয়ারি এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- তিন চিকিৎসক ডা. রেফাত হোসেন, ডা. লেফটেন্যান্ট কর্নেল (অব.) এসএম সরোয়ার আলম ও ডা. সম্পা।
এছাড়া অপর আসামি ডেল্টা হাসপাতালের পরিচালকের নাম মামলার এজাহারে উল্লেখ করা হয়নি।
মামলার অভিযোগে বলা হয়, অ্যাডভোকেট রুহুল আমিনের বোন সুমি আক্তার একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে কিছুদিন আগে ভারত থেকে চিকিৎসা করিয়েছেন। দেশে এলে চলতি বছরের ৫ নভেম্বর ফের অসুস্থ হয়ে পড়েন। রাত ২টার দিকে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আইসিইউতে সুমি আক্তারকে ১৮টি ইনজেকশন দেয়া হয়। আর এতেই সুমি আক্তারের মৃত্যু হয়।