মৃদুভাষণ ডেস্ক :: এক একর জমিতে ১০ বছর ধরে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজ প্রাসাদ নির্মাণ করেন ব্যবস ...বিস্তারিত »
বড়লেখায় উন্নয়ন মেলায় আবেদন করলেই মিলছে বিদ্যুৎ সংযোগ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা তাৎক্ষণিক সেবা প্রদান করছে। এর মধ্যে বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতি স্পট মিটারিং সংযোগ প্রদান করছে। গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জামানতের টাকা জমা দেওয়ার পর পর পরই প্রায় ৭৫টি মিটার সংযোগ দেওয়া হয়। সংযোগের জন্য আবেদন পড়েছে আরো প্রায় ৪৩টি। আবেদন করতে আসা প্রত্যেক গ্রাহককে ফুল দিয়ে বরণ করেন পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন।
পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস স্পট মিটারিং সংযোগ প্রদানের বিষয়ে বলেন, ‘যে সকল ঘরের ওয়ারিং কার্যক্রম সম্পন্ন হয়েছে। সেই সকল ঘরে বিদ্যুৎ সংযোগের জন্য মেলায় আবেদন ও ৪০০ টাকা জামানত প্রদান করলেই গ্রাহকের মিটার সংযোগ দেওয়া হচ্ছে। এ কার্যক্রম ৩দিন চলবে।’