1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

বুধবার, ১৩ অক্টোবর ২০২১, ০৫:৩৮ অপরাহ্ন

যশোরে মোটরসাইকেল থেকে পড়ে স্কুলশিক্ষিকা নিহত

যশোর জেলা-যুগান্তর

মৃদুভাষণ ডেস্ক :: যশোরের অভয়নগরে মোটরসাইকেল থেকে পড়ে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন।

নিহত চাম্পা খাতুন উপজেলার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বৃহস্পতিবার স্কুল থেকে উপজেলায় মাসিক মিটিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মশিয়ার রহমান জানান, চাম্পা খাতুন বৃহস্পতিবার সকাল ১০টার সময় স্কুল থেকে উপজেলার মাসিক মিটিংয়ে যোগদানের জন্য মোটরসাইকেলযোগে রওনা হন।

পথে পুড়াখালী গ্রামে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে।

প্রথমে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুপুরের দিকে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওই দিন রাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে খুমেক হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

পরে ঢাকায় নেয়ার পথে যশোরে পৌঁছলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

শুক্রবার সকালে ওই শিক্ষকের জানাজা শেষে দিঘীরপাড় গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com