রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০১:৩৪ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: বিয়ে করতে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে হাজির বর। চলছে বিয়ের আনুষ্ঠানিকতা। এ সময় সেখানে হাজির নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়ে যান বর।
শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়নের মজলিশপুর চর কর্ণেশনা গ্রামে এই ঘটনা ঘটে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার উপজেলার মজলিশপুর চর কর্ণেশনা গ্রামের মজি শেখের মেয়ে স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী শান্তার বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বিকেলে বিয়ে বাড়িতে হাজির হন তিনি। বিপদ আঁচ করতে পেরে বর বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের সামনে কনের পিতার কাছ থেকে বিয়ে বন্ধের মুচলেকা নিয়ে মানবিক কারণে কোন দণ্ড না দিয়ে ছেড়ে দেওয়া হয়।