রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০১:৪৬ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার বাসিন্দা আব্দুল মালেক (১৯) মারা গেছেন।
তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনি ঈদে বাড়ি আসেন।
এরপর তার অবস্থার অবনতি হলে চাঁপাইনবাবগঞ্জে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সোমবার ভোরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মূমুর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়। সকাল সাড়ে ১১ টায় তিনি মারা যান।