1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ০৭:১৪ পূর্বাহ্ন

ইতালিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি ৪ মাসের শিশুর

মৃদুভাষণ ডেস্ক :: ইতালিতে সড়ক দুর্ঘটনায় ৪ মাসের এক বাংলাদেশি শিশু সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

এর মধ্যে শিশুর পিতা-মাতাসহ সাত বছরের আরেক ভাই আহত হয়।

শনিবার ইতালির উত্তর-পূর্ব সাভোনা ডি ইসোনছোয় স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা-মা ও চালককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখন আশঙ্কামুক্ত। চার মাসের শিশুটি ঘটনাস্থলে মারা যায়।

জানা গেছে, এ ৩৪ হাইওয়ে ভিল্লেসে গড়িজিয়া নামক এলাকার কাছাকাছি পাশাপাশি দুটি গাড়ি রাস্তায় চলন্ত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চার মাসের শিশুটি মারা যায়। আহতদের উদ্ধার করে উডিন নামক এলাকার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

নিহত শিশুর পরিবার মনফালকন নামক এলাকায় বসবাস করে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com