1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১, ০৭:৩৬ পূর্বাহ্ন

স্মৃতিকথা

সি এম তোফায়েল সামী : আমাদের বন্ধুত্ব ৬২ বছরের..
মনে পড়ে ১৯৫৮ সাল আমরা দুই জন এম.সি কলেজের ছাত্র।
আমরা ক’জন- এনামুল হক, শফি সামী, মেজ মামা তাহের চৌ: ছোট মামা হাসনাত চৌ: , মুহিব, করিমদাদ মামা, সম্ভবত মুকুট ভাই, সুইট ভাই, এক সকালে সাইকেল যুগে শালুটিকর বিমানবন্দরের জংগলে পিকনিক।
এম.সি কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়- এস.এম. হলে বসবাস।
পাকিস্তানের ইউনাইটেড ব্যাংকে চাকরি, আমি রাঙ্গামাটি, এনাম ময়মনসিংহ। স্বাধীনতার পর দুজন ই চট্টগ্রাম।
এক বৃষ্টি ভেজা দিনে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি বেড়াতে যাওয়া, আমার নতুন ল্যান্ড রোভার গাড়ি, এনাম ড্রাইভিং এ। রাঙ্গামাটির পাহাড়ে উঠতে গিয়ে গাড়ি স্কিড করে পাহাড়ের খাদে। নিচে শ’ফুটের উপরে খাদ, আমরা সপরিবারে।
তারপর আমি দুবাই, এনাম ঢাকা। আমার সব কঠিন সময়ে এনাম পাশে।
এনাম ব্যাংকিং সেক্টরের এক উজ্জ্বল নাম। সোনালী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের সর্বোচ্চ স্থানে ছিল।
আজও আমাদের বন্ধুত্ব চির অমলিন। এই পড়ন্ত বেলায় এনামের সাথে অলিখিত অনেক গল্প কথা আজ মনে পড়ছে।
সকলের দো’আ কামনা করছি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com