1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

বুধবার, ১৩ অক্টোবর ২০২১, ০২:৪১ অপরাহ্ন

হেপাটাইটিস-বি থেকে হতে পারে লিভার ক্যান্সার!

হেপাটাইটিস বি’র সংক্রমণ লিভার ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকির কারণ বলে মনে করছেন মার্কিন গবেষকরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ‘হেপাটাইটিস-বি ফাউন্ডেশনের দাবি, হেপাটাইটিস বি’র সঠিক চিকিৎসা সময়মতো করা না গেলে তা লিভার ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে সারা বিশ্বে লাখো মানুষের মৃত্যু হচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা। এমন কিছু ক্যান্সার রয়েছে, যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব নয়। এর মধ্যে রয়েছে লিভার বা যকৃতের ক্যান্সার।

কারণ লিভারের বেশিরভাগ অংশই পাঁজরের নিচে ঢাকা থাকে। যাদের মদ্যপানের অভ্যাস রয়েছে বা লিভার সিরোসিস রয়েছে, তাদের লিভার ক্যান্সারের ঝুঁকি বেশি। এর সঙ্গেই হেপাটাইটিস-বি থেকে হওয়া সংক্রমণের ফলে বহুগুণ বেড়ে যায় লিভার ক্যান্সারের ঝুঁকি।

হেপাটাইটিস বি’র প্রাথমিক লক্ষণ-

১. সবসময় অবসন্ন বোধ করা ও বেশিরভাগ সময়েই মাথাব্যথা করা।

৩. হঠাৎ গা চুলকাতে থাকা। এ ছাড়া হাড়ের জয়েন্টে ব্যথা থাকা, বিশেষ করে ডান দিকের উপরিভাগের জয়েন্টে ব্যথা অনুভব করা।

৪. সারাক্ষণ বমি বমি ভাব থাকা এবং যখন-তখন বমি হওয়া।

৫. সারাক্ষণ জ্বর জ্বর ভাব অনুভূত হওয়া বা শরীরে ম্যাজমেজে অনুভূতি হওয়া।

৬. চোখ ও প্রস্রাবের রঙ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি।

সূত্র: জি নিউজ


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com