সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৮:৫৭ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: তামিম নিজেই রেকর্ড গড়লেন না একই সঙ্গে রেকর্ড বাংলাদেশেরও। একদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড (৩০১/৬)। অন্যদিকে সফরকারী দলের পক্ষে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান তামিমের (২৮৭)। ওয়েস্ট ইন্ডিজকে ৩০২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। তামিম তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে একের পর এক রেকর্ড করেছেন এই সিরিজে। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি ভিন্ন সিরিজে একাধিক সেঞ্চুরি হয়েছে।
অবশ্য অন্য রেকর্ডটি সেঞ্চুরি নয়, কোয়ার্টার সেঞ্চুরির আগেই হয়ে গেছে তার। তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজে সফরকারী দলের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ড্যারেন লেম্যানের (২০৫)। আগের দুই ম্যাচে ১৮৪ রান করা তামিম তা করেছেন ইনিংসের দশম ওভারেই।