1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

সোমবার, ১১ অক্টোবর ২০২১, ০৬:১৯ অপরাহ্ন

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু

মৃদুভাষণ ডেস্ক :: ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আবদুল্লাহ আল মারুফ (৩০) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই ইউনিয়নের মো. বশির মাস্টারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, নিহত মারুফ জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছলেন। গোসলের পর ঘরের পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশের রশিতে ভেজা লুঙ্গি শুকানোর জন্য দিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনে অসাবধানতাবসত ভেজা কাপড় লেগে বিদ্যুৎয়ায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। মারুফকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফিন জানান, হাসপাতাল থেকে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com