1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১২:১১ অপরাহ্ন

বিরাট কোহলির সঙ্গে ব্রাজিলিয়ান মডেলের প্রেম!

মৃদুভাষণ ডেস্ক :: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকা শর্মার প্রেম রসায়ন গল্প সবার জানা। তাদের বিয়ে ও মধুচন্দ্রিমার প্রায় সব খবরেই চোখ রেখেছিলেন ভক্ত অনুরাগীরা। সেই সময় সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে বিরুস্কা দম্পতির অনেক ছবি।

তবে বলিউড তারকা আনুশকার আগে ভারতীয় এ তুখোড় ব্যাটসম্যান বিরাট কোহলির জীবনে যে আরও এক তরুণীর নাম লেখা রয়েছে এ খবর হয়তো অনেকেই রাখেননি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আনুশকার আগে ইসাবেলা লাইট নামে এক ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বিরাট। জি হ্যাঁ, বিরাটের সাবেক প্রেমিকা ইসাবেলা লাইট।

ইসাবেলা ভারতীয় জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড ল্যাকমের বিজ্ঞাপনে কাজ করেছেন। ল্যাকমে ছাড়াও পাকিস্তানি পণ্য নিশাত লাইনসসহ একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন এ মডেল।

২০১৩ সালে বলিউড মুভি সিক্সটিনের মুখ্য ভূমিকায় অভিনয় করে লাইফ অব স্কিন অ্যাওয়ার্ড লাভ করেন ইসাবেলা।

তা ছাড়া ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ফিল্ম ‘পুরানি জিন্স’-এ দেখা গিয়েছিল ইসাবেলাকে।

এর আগে লাহোরের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়ে ইউটিউবে সাড়া ফেলেছিলেন বিরাটের সাবেক এ প্রেমিকা। ২০১৪ সালে বলিউডপাড়ায় আসা-যাওয়ার কারণে বিরাটের সঙ্গে বহুবার দেখা গিয়েছিল ইসাবেলাকে।

তবে ইসাবেলার সঙ্গে সম্পর্কের কথা বিরাট নিজের মুখে কখনও স্বীকার করেননি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com