1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ০২:১২ পূর্বাহ্ন

কানাডায় প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭

ঘটনাস্থলে পুলিশ-নিউইয়র্ক টাইমস

মৃদুভাষণ ডেস্ক :: কানাডার লেক অন্টারিও’র উত্তর উপকূলে প্লেন বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির ট্রান্সপোর্ট সেফটি এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমসের।

যুক্তরাষ্ট্রে নিবন্ধিত সিঙ্গেল ইঞ্জিনের পিপার পিএ-৩২ প্লেনটি টরেন্টোর বাটনভিল বিমানবন্দর থেকে কুইবেক সিটি যাচ্ছিলো। বুধবার সন্ধ্যায় অনাটারিও’র কিংসটন বিমানবন্দরের কাছে এটি বিধ্বস্ত হয়।

নিহতদের মধ্যে পাঁচজন আমেরিকার ও দুইজন কানাডার নাগরিক।

সামরিক সদস্যরা উদ্ধারকারী হেলিকপ্টার নিয়ে দুর্গম ওই এলাকায় অভিযান চালিয়ে প্লেনটির দুর্ঘটনাস্থলে পৌঁছে।

ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (টিএসবি) তদন্তকারী কেন ওয়েবস্টার এক সংবাদ সম্মেলনে জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com