শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১১:১০ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলায় ধলেশ্বরী-শীতলক্ষ্যা নদীর মোহনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত ১০ জন। নিহতের নাম হুমায়ূন।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চর কিশোরগঞ্জ এলাকার ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরসাদ হোসেন জানান, দিবাগত রাত ৩টার দিকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ এবং শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে নিহত হন একজন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।
আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেলে এবং বাকি দুজনকে নেয়া হয়েছে মিটফোর্ড হাসপাতালে। নিহতের মরদেহও মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে।