শুক্রবার, ২০ মে ২০২২, ১০:৫১ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী সিটির ১৩৮ টি কেন্দ্রের সবকটির ঘোষিত ফলাফলে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ১ লক্ষ ৬৬ হাজার ৩ শ’ ৯৪ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৪ শ ৯২ ভোট।
এর আগে সিলেট ও বরিশালের মতো রাজশাহী সিটি করপরেশনেও সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪ টায় ভোটগ্রহণ শেষ হয়ে শুরু হয়ে বন্ধ হয় নির্বাচনী প্রচারণা।
অবশেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বিজয়ের ঘোষণার মাধ্যমে ফলাফল ঘোষণা সমাপ্ত হয়।