বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৭:০০ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১১৭ টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী থেকে ৩২০৫ ভোটে পিছিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরান।
১১৭ টি কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৭৯৫৪০ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৭৬৩৩৫টি ভোট।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ৯টি সংরক্ষিত নারী ও ২৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪ শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২ শত ৮৮ জন নারী ভোটার।
এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৪টি। প্রিসাইডিং অফিসার ১৩৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৯২৬ জন ও পোলিং অফিসার ১৮৫২ জন রয়েছেন।
এর আগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪ টায় ভোটগ্রহণ শেষ হয়ে শুরু হয় নির্বাচনী ভোট গণনা।