শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৯:৪৯ অপরাহ্ন
জেসমিন চৌধুরী
বারবার চাই পেছনে হারাই
কতটুকু গেল ফাঁকি
আরেকটু যাই সামনে তাকাই
কতটুকু আছে বাকি?
এবড়ো থেবড়ো কতটুকু গেল
রয়ে সয়ে এঁকে বেকে
কতটা আমার সাথে নিয়ে গেল
কতটুকু গেল রেখে?
এভাবেই যাব তারে খুঁজে পাব
খুঁজে তারে পাব নাকি?
কারো হাত ধরে নাকি অনাদরে
হাঁটব একাকী?
এমন একাকী
ভীষণ একাকী
কত পথ আর বাকি?