1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

বুধবার, ২৮ জুলাই ২০২১, ১০:১৭ পূর্বাহ্ন

করোনাভাইরাস: যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত বৃদ্ধের মৃত্যু

করোনাভাইরাস। ফাইল ছবি

মৃদুভাষণ ডেস্ক :: যুক্তরাজ্যে করোনাভাইরাসে বাংলাদেশি বংশোদ্ভূত এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার তার মৃত্যু হয় এর মাধ্যমে করোনাভাইরাসে যুক্তরাজ্যে তৃতীয় কোনো ব্যক্তির মৃত্যু হলো।

ম্যানচেস্টারে বসবাসরত এই ব্যক্তি সম্প্রতি ইতালি ঘুরে এসেছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকেই করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। খবর বিবিসি বাংলা ও গার্ডিয়ানের।

তবে সংবাদমাধ্যমকে তার ছেলে জানিয়েছেন, তার বাবা সম্প্রতি করোনাভাইরাস সংক্রমিত এলাকা ভ্রমণ করে এসেছিলেন। তবে তারা বাবার কোলেস্টরেল, আর্থ্রাইটিস, হৃদরোগ, অ্যাজমা, শ্বাসকষ্টের সমস্যা ছিল।

একশ’ভাগ সুস্থ বলা না গেলেও তিনি মোটামুটি ভালোই ছিলেন। সংক্রমণ ধরা পড়ার পাঁচ দিনের মধ্যে হাসপাতালে মৃত্যু হয় এই ব্যক্তির।

তার ছেলে বলেন, বাংলাদেশ থেকে ১৯৮৯ সালে ইতালি পাড়ি দিয়েছিলেন তার বাবা। ছিলেন মিলানের ৫০ কিলোমিটার দূরে সুইজারল্যান্ড সীমান্তের এক শহরে। চার-পাঁচ বছর আগে যুক্তরাজ্যে আবাস গড়লেও প্রতিবছরই ইতালি যেতেন বেড়াতে।

এ বছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে ইতালি বেড়াতে গিয়েছিলেন ওই ব্যক্তি। ২৯ ফেব্রুয়ারি ফিরে আসেন ম্যানচেস্টারে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com