1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

শনিবার, ২৫ জুন ২০২২, ০৮:১১ অপরাহ্ন

মাইকেল ফেলপসের রেকর্ড ভাঙলেন ১০ বছরের সাঁতারু

মৃদুভাষণ ডেস্ক :: কিংবদন্তিদের অন্যতম মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস। অলিম্পিক গেমসে একের পর এক পদক জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান আমেরিকান এ সাঁতারু। তার গড়া রেকর্ড ভেঙে দিয়েছেন ১০ বছর বয়সী এই খুদে সাঁতারু। ফার ওয়েস্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সাঁতারে ফেলপসের রেকর্ড ভেঙেছেন ক্লার্ক কেন্ট আপুয়াদা।

ক্যালিফোর্নিয়ার মোরগায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ১ মিনিট ৯ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়েছেন ‘সুপারম্যান’ নামে পরিচিত আপুয়াদা। এর মধ্য দিয়ে মাইকেল ফেলপসের রেকর্ড ভাঙেন উদীয়মান এ সাঁতারু।

এর আগে ১৯৯৫ সালে একই ইভেন্ট ১ মিনিট ১০ দশমিক ৪৮ সেকেন্ড সময়ে শেষ করে রেকর্ড গড়েছিলেন ফেলপস। তার চেয়ে ১ সেকেন্ডের কিছু সময় কম নিয়ে নতুন রেকর্ড গড়লেন আপুয়াদা।

এই টুর্নামেন্টে আপুয়দা যতগুলো ইভেন্টে অংশ নিয়েছেন, সবই শেষ করেছেন সোনার পদক জিতে। এক ভিডিওবার্তায় এই খুদে সাঁতারু বলেছেন, ৭ বছর বয়স থেকে ফেলপসের রেকর্ড ভাঙার স্বপ্ন দেখেছি।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com