সোমবার, ০৮ মার্চ ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: পরিবারে অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন বৃদ্ধ বাবা। চিকিৎসার্থে হাসপাতালে নিয়ে গেলে শৌচাগার থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যান তিনি।
গত বৃহস্পতিবার ভারতের বীরভূমের নাদড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। খবর জি নিউজ।
স্থানীয়দের বক্তব্য, এ গ্রামের মন্টু মণ্ডলের বাবা ৭৫ বছর বয়সী দুলাল মণ্ডল। পারিবারিক কলহ সইতে না পেরে নিজ বাড়িতেই বিষপান করেন তিনি। পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান। গত দুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর পর প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে নিখোঁজ হন এ বৃদ্ধ।
এ ব্যাপারে নিখোঁজ বৃদ্ধের ছেলে জানান, বৃহস্পতিবার ভোর সোয়া ৩টার দিকে বাবা বাথরুমে যেতে চান। আমি তাকে বাথরুম অবধি পৌঁছে দিই। এর পর বাথরুম থেকে বের হতে দেরি হওয়ায় সন্দেহ হয় আমার। দরজা খুলে দেখি বাবা নেই। অনেক খোঁজাখুঁজির পরও বাবাকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বাবার এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ জানালে সিউড়ি হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সাহায্য না করে বরং তাকে থানায় যেতে বলেন।
সিউড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নিখোঁজ দুলাল মণ্ডলের ছেলে।