1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১, ০৮:৩১ অপরাহ্ন

কাশ্মীরে সেনা অফিসারকে গুলি করে আত্মঘাতী কনস্টেবল

ভারতের সশস্ত্র সীমা বল (এসএসবি)। ফাইল ছবি

মৃদুভাষণ ডেস্ক :: ভারত শাসিত জম্মু-কাশ্মীরে এক সেনা অফিসারকে গুলি করে আত্মহত্যা করেছে সশস্ত্র সীমা বলের (এসএসবি) এক সদস্য।

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কুলগমের জেলা আদালত চত্বরে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, ঘটনার দিন রাতে আদালত চত্বরে এসএসবির অষ্টম ব্যাটালিয়নের ডিউটি ছিল। সেখানে এসএসবির এক কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদমর্যাদার অফিসারকে সার্ভিস রাইফেল থেকে গুলি করে হত্যা করেন।

জানা গেছে, আদালত চত্বর কোনো কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেসময় লোডেড রাইফেল থেকে আচমকা গুলি চালিয়ে দেন ওই কনস্টেবল। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই সেনা অফিসার। পরে ওই রাইফেল থেকে গুলি চালিয়ে নিজেও আত্মহত্যা করেন।

ঘটনার পর রাতেই সশস্ত্র সীমা বলের সিনিয়র অফিসাররা সেখানে পৌঁছান। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এসএসবি হলো- ভারতের আধা-সামরিক বাহিনী। তারা নেপাল ও ভুটান সীমান্ত ছাড়াও জম্মু-কাশ্মীরের কিছু অংশে সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে।

এর আগে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে কাশ্মীরের গান্ডেরবালে পাঁচ সহকর্মীকে খুন করে আত্মহত্যা করেছিলেন এক ভারতীয় সেনা সদস্য।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com