1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:২৬ পূর্বাহ্ন

আইপিএলের কারণে স্থগিত ভারত-ইংল্যান্ড সিরিজ

মৃদুভাষণ ডেস্ক :: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য স্থগিত হয়ে গেল ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষদিকে ভারত সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের।

সেই সময়ে আরব আমিরাতে আইপিএল খেলায় ব্যস্ত থাকবেন কোহলিরা। যে কারণে ইংল্যান্ড সিরিজ স্থগিত করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএল। আর আইপিএল চলাকালীন কখনই আন্তর্জাতিক সিরিজ খেলে না ভারত।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে সিরিজ স্থগিত হওয়ার ঘোষণা করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। ভারতে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সিরিজ স্থগিতের কোনো বিকল্প ছিল না।

আগামী বছরের শুরুতে পাঁচ টেস্টের সিরিজ খেলতে ভারত সফরে যাবে ইংল্যান্ড। স্থগিত হওয়া সীমিত ওভারের সিরিজ তখন টেস্ট সিরিজের সঙ্গে যুক্ত হতে পারে। ভারতে সম্ভব না হলে সিরিজ হবে আরব আমিরাতে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com