1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

শনিবার, ২৪ জুলাই ২০২১, ০৬:৫৫ পূর্বাহ্ন

মৃত্যুর ১ ঘণ্টা আগে পার্টিতে নেচেছিলেন দিশা, ভিডিও প্রকাশ্যে

মৃদুভাষণ ডেস্ক :: বলিউডের প্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য উদ্ঘাটনে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

এবার সুশান্তের মৃত্যুর মামলায় জড়িয়ে গেছে তার সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যময় মৃত্যুর বিষয়টি।

প্রাথমিক তদন্ত ও পোস্টমর্টেম রিপোর্টে সুশান্ত ও দিশা– এ দুই মৃত্যুকে আত্মহত্যা বলে জানানো হলেও বিষয়টি ফের প্রশ্নের মুখে পড়েছে।

কারণ সম্প্রতি ভারতের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিশা সোলানিয়ার একটি ভিডিও, যেখানে তাকে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যাচ্ছে।

ভিডিওতে দেখা গেছে, বন্ধুদের সঙ্গে ‘মিশন কাশ্মীর’ ছবির গানে নাচছেন দিশা। বেশ হাসিখুশি ও চনমনা দেখাচ্ছে তাকে। সঙ্গে তার হবু স্বামীও রয়েছেন।

দাবি করা হচ্ছে, এই জমকালো পার্টিটি হয়েছিল দিশার বন্ধুর ফ্ল্যাটে। আর ওই পার্টির ১ ঘণ্টা পরই মৃত্যু হয় দিশার।

ভিডিওটি দেখুন–


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com