1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

রবিবার, ২৫ জুলাই ২০২১, ০৪:২৫ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল

মৃদুভাষণ ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শুক্রবার সকালে জ্বর আসলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় তাকে।

সেখানে পরীক্ষায় কোভিড-১৯ ‘পজেটিভ’ আসার পর চিকিৎসকদের পরামর্শে হাসপাতালেই রয়েছেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, গতকাল সকালে ১০২ ডিগ্রি জ্বর ছিল অ্যাটর্নি জেনারেলের। তখন উনাকে সিএমইইচে ভর্তি করানো হয়। পরে করোনা ধরা পরে।

‘সিএমএইচে এখন উনি ভালো আছেন। গত রাতে উনার সঙ্গে আমার কথা হয়েছে। তখন উনার জ্বর ছিল না। স্টেবল আছেন। আজকেও খোঁজ নেব।’

৭১ বছর বয়সী মাহবুবে আলম ২০০৯ সাল থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com