1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ০১:৩৭ পূর্বাহ্ন

বাবা হলেন মেহেদী হাসান মিরাজ

মৃদুভাষণ ডেস্ক :: গত বছরের ২১ মার্চ খুলনা খালিশপুরের বেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের ঘূর্ণি জাদুকর মেহেদী হাসান মিরাজ।

এবার সুসংবাদ জানালেন মিরাজ। মিরাজ-প্রীতির ঘর আলো করে এলো নতুন অতিথি। পুত্র সন্তানের বাবা হয়েছেন মিরাজ। প্রথমবারের মতো বাবা হলেন তিনি।

শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এই সুসংবাদ দেশবাসীকে নিজেই জানালেন মিরাজ।

মিরাজ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ (শনিবার) আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার। ’

মিরাজের সেই স্ট্যাটাসে নেটিজেনরাদোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

আগামী রোববার থেকে শুরু হবে তিন দলের প্রেসিডেন্ট কাপ ওয়ানডে টুর্নামেন্ট। যেখানে রিয়াদ একাদশের হয়ে খেলবেন এই স্পিনিং অলরাউন্ডার। তার আগেই প্রথমবারের মতো বাবা হওয়ার সুসংবাদে ভাসলেন ২৩বছরের এই ক্রিকেটার।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com