1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০, ০১:০৩ পূর্বাহ্ন

ভ্রমণে শিশুর যত্ন নিবেন যেভাবে

পারিবারিক ভ্রমণে তো আর শিশুকে রেখে যাওয়া যায় না। শিশুকে নিয়েই ভ্রমণ করতে হয় বাধ্য হয়ে। সে ক্ষেত্রে নিতে হয় বাড়তি সতর্কতা। এ সময় শিশুর ঘুমও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই জেনে নিন ভ্রমণে শিশুদের যত্ন নেওয়ার উপায়।

১. প্রয়োজনীয় সব বিষয়ের সমাধান করতে আগেই পরিকল্পনা করুন।
২. ভ্রমণের সময় শিশুর থাকার জায়গা নির্ধারণ করুন।
৩. শিশুর সঙ্গে থাকার জন্য আলাদা একটি রুম নিন।
৪. শিশুকে আগে থেকে বেশি করে ঘুমাতে উৎসাহিত করুন।

৫. শিশুকে নিয়ে দূরবর্তী কোনো স্থানে ভ্রমণে গেলে তার নির্দিষ্ট সময়সূচি মেনে চলুন।
৬. নির্দিষ্ট সময়ে বেশি করে শিশুর ন্যাপি পরিবর্তন করতে হবে।
৭. শিশুর ঘুমের সময় ঠিক রাখুন। এতে শিশুর ওপর বাড়তি চাপ পড়বে না।
৮. শিশুর দৈনন্দিন পরিচিত জিনিস সঙ্গে নিন। যেমন- খেলনা, পোশাক, খাবার।
৯. বাড়িতে এসে শিশুর পুরনো সময়সূচি অনুযায়ী সময় কাটানো শুরু করুন।
১০. ভ্রমণে শিশুকে ভয় দেখাবেন না। স্বাভাবিক রাখার চেষ্টা করুন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com