সোমবার, ০১ মার্চ ২০২১, ০৬:০৭ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবেই বাস চাপা দিয়েছিল বলে স্বীকার করেছেন জাবালে নূরের বাসচালক মাসুম বিল্লাহ।
আজ বুধবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে তিনি এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তির পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মাসুম বিল্লাহ আদালতকে বলেন, ‘বেশি ভাড়া পাওয়ার আশায় আগে যাত্রী উঠানোর জন্য তিনটি বাসের সঙ্গে পাল্লা দিচ্ছিলাম। ছাত্ররা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় ইচ্ছাকৃতভাবে তাদের ওপর বাস তুলে দেই।’
গত ২৯শে জুলাই শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব বাস দুর্ঘটনায় নিহত হয়। এরপর এ ঘটনায় সারাদেশ উত্তাল হলে ৩০ জুলাই বরগুনা থেকে মাসুমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।