বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০১:২৭ অপরাহ্ন
ইমদাদুল হোসেন খান, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে :: হবিগঞ্জের বানিয়াচং বড়বাজারে শনিবার দিবাগত গভীররাতে আগুন লেগে ১৫ টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
রাত আড়াইটার দিকে ইবনেসিনা ফার্মেসির গলিতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ব্যবসায়ীরা জানান। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে নেভাতে সক্ষম হয়।