শুক্রবার, ২০ মে ২০২২, ১১:২৮ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: হলিউডের প্রথিতযশা অভিনেতা রিচার্ড গিয়ার। সিনেমা ছাড়াও নানান ঘটনার জন্ম দিয়ে খবরের শিরোনাম হন এই তারকা। একবার ভারতে বলিউড তারকা শিল্পা শেঠিকে প্রকাশ্যে চুমু খেয়ে বিতর্কের জন্ম দেন তিনি। এবার তাঁর ৬৮ বছর বয়সে বাবা হতে যাওয়ার খবরে সরগরম গোটা হলিউড।
চার বছর একসঙ্গে থাকার পর স্পেনের নারী উদ্যোক্তা আলেজান্দ্রা সিলভাকে বিয়ে করেন রিচার্ড গিয়ার। চলতি বছরের এপ্রিলে প্রায় গোপনেই এই বিয়ে সম্পন্ন হয়। যদিও তাঁরা পরবর্তীতে নিউ ইয়র্কে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন। গিয়ার ও সিলভা দম্পতির এটিই হতে যাচ্ছে প্রথম সন্তান।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি জানায়, রিচার্ড গিয়ার শিগগিরই সন্তানের বাবা হতে চলেছেন। তবে তাঁর সন্তান স্পেন নাকি যুক্তরাষ্ট্রে জন্ম নেবে তা এখনো জানা যায়নি। সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে গিয়ারের স্ত্রী আলেজান্দ্রা সিলভার ওপর।
রিচার্ড গিয়ার ও আলেজান্দ্রা সিলভা-দু’জনেরই রয়েছে নিজস্ব সন্তান। সাবেক স্ত্রী কেরি লোয়েলের সংসারে হোমার নামে ১৮ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে গিয়ারের। অন্যদিকে ৩৩ বছর বয়সী সিলভার রয়েছে আলবার্ট ফ্রিডল্যান্ড নামে পাঁচ বছর বয়সী পুত্র সন্তান।
চলতি মাসের ৩১ তারিখ নিজের ৬৯ তম জন্মদিন পালন করতে চলেছেন গিয়ার। এর আগে বাবা হওয়ার খবর প্রকাশ্যে এনে বোমা ফাটালেন ‘প্রিটি ওমেন’ খ্যাত এই অভিনেতা।
উল্লেখ্য, এর আগে ১৯৯১ সালে মার্কিন সুপার মডেল সিন্ডি ক্রফোর্ডকে বিয়ে করেন রিচার্ড গিয়ার। চার বছর একসঙ্গে থেকে ১৯৯৫ সালে বিচ্ছেদ ঘটান দু’জন। এরপর ২০০২ সালে দ্বিতীয় বারের মতো অভিনেত্রী কেরি লোয়েলকে বিয়ে করেন। ২০১৬ সালে তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।
সূত্রঃ ডেইলি মেইল