রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০৮:৫৮ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত পুনর্নির্মিত রেললাইন উদ্বোধন করবেন। এ পথে আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-শিলিগুড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।
ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠকের পর এ কথা জানান রেলমন্ত্রী। সোমবার রেল ভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। বৈঠকে চিলহাটি-হলদিবাড়ি রুটের উদ্বোধন অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়েছে, ১৭ ডিসেম্বর একটি খালি ওয়াগন চিলাহাটি থেকে হলদিবাড়ি যাবে। পরে মালবাহী ট্রেন চলবে।
ভারতীয় ঋণে (এলওসি) খুলনা-মোংলা রেলপথ নির্মাণসহ রেলের চলমান বিভিন্ন প্রকল্পের কাজ নিয়েও আলোচনা হয় বৈঠকে। বৈঠকের পর রেলমন্ত্রী বলেন, ২০২২ সালের শেষের দিকে ঢাকা থেকে কপবাজার পর্যন্ত ট্রেন চালানো যাবে। ডাবল লাইন ছাড়া রেলের উন্নয়ন সম্ভব নয়। সারাদেশের গুরুত্বপূর্ণ সব রেলপথকে পর্যায়ক্রমে ডাবল লাইনে উন্নীত করা হবে।