1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

সোমবার, ১১ অক্টোবর ২০২১, ০৮:৪৬ অপরাহ্ন

করোনা থেকে সেরে উঠছেন ডা. এবিএম আবদুল্লাহ

মৃদুভাষণ ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ সুস্থ হয়ে উঠছেন। তিনি দুই সপ্তাহ ধরে করোনাভাইরাসে আক্রান্ত। তবে তার স্ত্রী মাহমুদা পারভীন এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

বৃহস্পতিবার এবিএম আবদুল্লাহ জানান, এখন তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। শারীরিক সমস্যা তেমন নেই। শরীরে এখনো কোভিড-১৯ ভাইরাস রয়েছে কি না তা জানতে বৃহস্পতিবার তিনি নমুনা দিয়েছেন।

খ্যাতিমান এই চিকিৎসক বলেন, ‘আগের লক্ষণ উপসর্গগুলো নেই। তবে করোনা পরবর্তী দুর্বলতা এখনো কিছুটা রয়ে গেছে। আজ নমুনা নিয়ে গেছে। দেখি নেগেটিভ আসে না পজেটিভ আসে।‘

স্ত্রী আইসিইউতে থাকায় এখনো হাসপাতালেই রয়েছেন এবিএম আবদুল্লাহ। তিনি বলেন, ‘তার অবস্থাও আগের চেয়ে ভালো। তাকে আইসিইউ থেকে কেবিনে দেয়ার কথা। এ কারণে আমিও হাসপাতালে রয়ে গেছি।‘

এর আগে গত ১৫ ডিসেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ডা. আবদুল্লাহ। এর দুই দিন পর তার স্ত্রী মাহমুদা পারভীনেরও কোভিড-১৯ পজিটিভ হয়। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com