বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ০৩:৫৮ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে বলিউডের সখ্যতা বেশ পুরনো। অভিনেতা হওয়ার আগে বলিউডের ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করতেন। সেখান থেকে হয়েছেন তারকা অভিনেতা। এখন তাঁর ছবিতেই কাজ করছেন বলিউড তারকারা। কিছুদিন আগে তাঁর ‘ককপিট’ ছবিতে আতিফ আসলামকে দিয়ে গান করিয়ে হইচই ফেলে দিয়েছেন। এবার বলিউডের আরও চার তারকা শিল্পীকে দিয়ে নিজের নতুন ছবিতে প্লেব্যাক করাবেন দেব ।
আসন্ন ‘হইচই আনলিমিটেড’ ছবিতে বলিউডের চারজন শিল্পীকে দিয়ে প্লেব্যাক করাবেন দেব। এই ছবিতে তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দেব।
‘হইচই আনলিমিটেড’ ছবির টাইটেল ট্র্যাক গাইবেন হার্টথ্রব গায়ক মিকা সিং। এর আগেও দেবের ‘হিরোগিরি’, ‘রংবাজ’, ‘খোকা ৪২০’, ‘পাগলু’, ‘পাগলু২’ ও ‘খোকাবাবু’ ছবিতে গান গেয়েছিলেন মিকা সিং। শুধু মিকা নয়, ছবিতে আরেকটি রোম্যান্টিক গানে কণ্ঠ দেবেন আরমান মালিক। ‘ক্রিসক্রস’, ‘আমার আপনজন’, ‘লাভ এক্সপ্রেস’সহ বেশ কিছু ছবিতে বাংলা গান গেয়েছেন আরমান মালিক। তাঁরা ছাড়াও বাকী দুই তারকা শিল্পীর নাম প্রকাশে অনিচ্ছুক ছবির কর্তাব্যক্তিরা।
এদিকে ‘হইচই আনলিমিটেড’ দেব প্রযোজিত চতুর্থ ছবি। কমেডি নির্ভর এই ছবির কাজ অনেকটাই শেষের পথে। কিছুদিন আগে উজবেকিস্তানে শুটিং শেষ করে ফিরেছে গোটা ইউনিট। বর্তমানে ছবির পোস্ট প্রডাকশনের কাজ চলছে। অনিকেত চট্রোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে দেব ছাড়াও অভিনয় করেছেন কৌশানি মুখার্জী, খরাজ মুখার্জী, শাশ্বত চ্যাটার্জী, সুদিপ্তা চক্রবর্তী ও কনিকা ব্যানার্জি। চলতি বছর দুর্গা পূজায় ছবিটি মুক্তি পাবে।