শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০১ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে নানা কর্মসূচী গৃহীত হয়। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল ১০ টায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. সুজাত আলী রফিকের সভাপতিত্বে এবং প্রভাষক বাবুল দেব এর সঞ্চালনায় মুজিববর্ষ উপলক্ষে ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক আকবর আলী। আলোচনায় অংশ গ্রহণ করেন উপাধ্যক্ষ মহী উদ্দিন, অধ্যাপক রমেন্দু বিকাশ দে, অধ্যাপক শামসুন নাহার বেগম, কলেজ ছাত্র মামুন আল্ রাহাত ও ছাত্রী লায়লা বেগম।
উপস্থিত ছিলেন অধ্যাপক বরণ কুমার চৌধুরী, অধ্যাপক রতিলাল রায়, প্রভাষক নিখিল রঞ্জন দাস, প্রভাষক আমিন উদ্দিন, প্রভাষক সনজিত নারায়ণ চৌধুরী, প্রভাষক শিল্পী সমাজপতি, প্রভাষক মো. খলিলুর রহমান, প্রভাষক মো. শাহীন রাজা, প্রভাষক মো. খুর্শেদ আলম, প্রভাষক জহিরুল ইসলাম, প্রভাষক আয়াস উদ্দিন, প্রভাষক রাসেল আহমেদ, লাইব্রেরিয়ান মো. মফিজুল ইসলাম, প্রদর্শক চন্দন চন্দ্র দেবনাথ প্রমুখ ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনায় অংশ গ্রহণ করেন।