মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৬:১৩ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: তাইওয়ানের নিউ তাইপের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। অগ্নিকাণ্ডে রোগী এবং হাসপাতাল কর্মীসহ অন্তত ১৬ জন আহত হয়েছে।
বিবিসি জানিয়েছে, হাসপাতালটির সপ্তম তলায় একটি ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। এরপর খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হাসপাতালটিতে প্রয়োজনীয় ধোঁয়া নির্গমন সরঞ্জাম ছিল না বলেও জানিয়েছে স্থানীয় পুলিশ।
২০১২ সালে একটি হাসপাতালে আগুনে দগ্ধ হয়ে ১২ জনের মৃত্যু হয় এবং আহত হয় ৬০ জন।