মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১২:৪৯ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: মোবাইল ফোনের জন্য নতুন কলরেট চালু হতে যাচ্ছে। আজ সোমবার রাত ১২টা পেরুলেই এ কলরেট চালু হবে। নতুন কলরেট অনুযায়ী, কোনও অপারেটরে সর্বনিম্ন ৪৫ পয়সা এবং কলরেটের সর্বোচ্চ সীমা ২টাকা।
এরই মধ্যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এই নির্দেশনা পাঠিয়েছে। অপারেটরগুলো এই নির্দেশনা কার্যকরের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেছেন, এখন থেকে আর মোবাইলে অফ নেট ও অন নেট থাকবে না। কলরেটের নতুন সীমা সর্বনিম্ন ৪৫ পয়সা। আর সর্বোচ্চ সীমা ২টাকা। আগামীকাল থেকেই নতুন কলরেট কার্যকরের কথা জানিয়েছেন তিনি।