মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ১২:২৬ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর বাঁধপাড়া গ্রামে ভুল্লি নদীতে গোসল করতে নেমে নওশাদ আলী (১৯) নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে ওই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নওশাদ আলী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি ঠাকুরগাঁও শহরের শাহপাড়া মহল্লার নবাব আলীর ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার এসআই রবিউল ইসলাম, দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যান নওশাদ। গোসল করার একপর্যায়ে পানিতে তলিয়ে যান তিনি। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেয়।
ঠাকুরগাঁও দমকল বাহিনীর স্টেশন অফিসার মফিদার রহমান বলেন, রংপুর থেকে ডুবুরি দল আসার আগেই স্থানীয় জেলেদের নিয়ে প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে নওশাদের লাশ উদ্ধার করে পুলিশ।