মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৫:৫৭ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: মুক্তিযোদ্ধা ও সিসিডিএর সুকুমার দেব রায় আর নেই গত রাত সাড়ে ১২ টার পর তিনি পরলোক গমন করেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধা সুকুমার দেবরায় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সিসিডিএ এর নির্বাহী এবং রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত ছিলেন। তিনি গতকাল দিবাগত রাত ১২:৩০ এ মিরপুর দশ নম্বর এর নিজ বাসস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৪ ।
পরিবারের পক্ষ থেকে জানানো হয় আজ দুপুর একটায় তাঁর গ্রামের বাড়ি হবিঞ্জের শায়েস্তাগঞ্জ এর বড়চর গ্রামে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে । সুকুমারের হাত ধরে অনেক ছাত্র রাজনৈতিক কর্মীর প্রগতিশীলতার সূচনা হয়েছে। ১৯৭২ সালে গঠিত সিলেট জেলা ( চার জেলা সম্বলিত) ছাত্র ইউনিয়ন সভাপতি সুকুমার দেব রায়। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি জালালাবাদ এসোসিয়েশন এর সদস্য ছিলেন।