1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

বুধবার, ১৬ জুন ২০২১, ০৮:৫৯ অপরাহ্ন

স্পেনে চট্টগ্রামবাসীর বার্ষিক বনভোজন ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

কবির আল মাহমুদ, মাদ্রিদ , স্পেন থেকে :: আনন্দ উৎসব সহযোগে স্পেনের মাদ্রিদ ও এর আশেপাশের শহরে বসবাসরত চট্টগ্রাম বাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও বার্ষিক বনভোজন “চাটগাঁইয়া পিকনিক” অনুষ্ঠিত হয়েছে।চট্টগ্রাম সমিতি মাদ্রিদ ,স্পেনের উদ্যোগে গতকাল শনিবার সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের কাস্তিয্যন মারিনা দর সমুদ্র সৈকতে এ বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। স্পেনে প্রবাসী চট্টগ্রাম বাসী ও তাদের পরিবারের প্রায় ২ শতাধিক সদস্যদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি চট্টগ্রামবাসীর মিলন মেলা তথা এক খণ্ড বাংলাদেশে পরিণত হয়।

অংশগ্রহণকারীরা মাদ্রিদের গ্লরিয়েতা এম্বাখাদোরেসে সমবেত হয়ে সকাল ৬ টায় ৪টি বাসযোগে রওনা হয়ে প্রায় ৫ ঘণ্টা পর ৪৫৫ কিলোমিটার দূরের গন্তব্য স্থলে পৌঁছান।ঈদ পুনর্মিলনী ও চাটগাঁইয়া পিকনিকে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান চট্টগ্রাম সমিতি মাদ্রিদ , স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসী চট্টগ্রামবাসীর মধ্যে সেতু বন্ধনের উদ্দেশ্যে এই আয়োজন।

ভ্রমণের সময় বাসে মাইক্রফোনের সাহায্যের সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক জাহিদুল আলম মাসুদ। গান, কৌতুক, রম্য ধাঁধা পরিবেশন করে মাতিয়ে রাখেন শিল্পী লোকমান হাকিম , মোরশেদ আলম ও রমিজ উদ্দিন সরকার।
চট্টগ্রাম সমিতি মাদ্রিদ ,স্পেনের সাধারন সম্পাদক সাঈদুল আলম মামুনের সঞ্চালনায় যাদের সরব উপস্থিতিতে এই মিলন মেলা মুখরিত হয়ে ওঠে তারা হলেন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার সভাপতি মোঃ ফজলে এলাহী,সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন সরকার ,গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের মোরশেদ আলম তাহের,চট্টগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী পারভেজ , আলাউদ্দীন বাবুল, বদরুল ইসলাম মিল্লাত, লোকমান হাকিম, সরোয়ার হোসেন,নারীনেত্রী তানিয়া সুলতানা ঝর্ণা ,সাংবাদিক সেলিম আলম,এম আই আমিন প্রমুখ।

এতে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।অংশগ্রহণকারীরা সমুদ্র সৈকতে দুপুরের খাবার খান।হরেক পদের মুখরোচক বাঙালি খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে থাকেন। যারা রান্না করেছেন, তাদের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জানান। খাওয়া শেষে তারা লবণাক্ত পানিতে সাঁতার কেটে, হই হুল্লোড়,খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে সময় কাটান।দিনব্যাপী সমুদ্র সৈকত ভ্রমণ ও বনভোজনের আনন্দ উপভোগ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসে।ফেরার সময় অংশগ্রহণকারীরা নিয়ম-শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ জানান।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com