মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১২:৩৮ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামী শাহ আলমকে (৬০) গলা কেটে হত্যা করেছেন তার স্ত্রী সিদ্দিকা (৪৫)।
সোমবার উপজেলার কুলঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
দিরাই থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রী সিদ্দিকা গাছকাটার কুড়াল দিয়ে তার ঘুমন্ত স্বামীর গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ স্ত্রী সিদ্দিকাকে আটক করে।