শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১০:২৫ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: আঙুলের চোটের কারণে সাকিব আল হাসানের এশিয়া কাপে খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) পক্ষ থেকে জানানো হয়েছে সাকিব এশিয়া কাপে খেলছেন। এশিয়া কাপ শেষে তার আঙুলের অস্ত্রোপচার করা হবে।
সাকিবের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না। বিসিবির একটি সূত্র এমনটাই জানিয়েছে। ফিজিও থিহান চন্দ্রমোহন সাকিবের আঙুলের চোট পরিস্থিতির রিপোর্ট নিয়ে অস্ট্রেলিয়ার চিকিৎসক গ্রেগ হয়ের কাছে গিয়েছিলেন। তিনি সাকিবকে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চেয়েছেন। এশিয়া কাপের আগে অস্ত্রোপচার না করালেও সমস্যা হবে না বলে গ্রেগ হয় জানিয়েছেন।
বিসিবি সভাপতি বলেছিলেন, সাকিবকে তিনি এশিয়া কাপে দেখতে চান। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়ার ভার সাকিবের ওপর ছেড়ে দেন তিনি।
গত সোমবার থেকে এশিয়া কাপের প্রস্তুতি শুরু হয়েছে।
বিসিবির ওই সূত্র জানায়, সাকিব না চাইলে এখনই তার অস্ত্রোপচার করার প্রয়োজন নেই। সেটা হলে তার এশিয়া কাপে খেলা অনেকটাই নিশ্চিত। তবে সাকিব যদি নিজে থেকেই প্রয়োজন মনে করেন, তাহলে এশিয়া কাপের আগেই তার অস্ত্রোপচার হতে পারে!