রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:০৪ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: জাতীয় সংসদ নির্বাচনেও ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের বিধান অন্তর্ভূক্ত করে বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে ইসির কমিশন সভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকালে সভা শেষে সংবাদ সম্মেলনে এসব জানানো হয়।
সংবাদ সম্মেলনে সিইসি কে এম নুরুল হুদা বলেন, ‘সংশোধন মানেই যে এই জাতীয় সংসদ নির্বাচনেই ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে তা নয়। তবে প্রয়োজনে যাতে ব্যবহার করা যায় সে জন্য এ আরপিও সংশোধন করা হলো। স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভালো ফল পেয়েছি বলেই এ সিদ্ধান্ত নিয়েছি।’
সিইসি আরও বলেন, ‘আরপিও সংশোধন করা হয়েছে। যাতে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা যায়। তবে এটা সংসদ অধিবেশনে পাশ হতে হবে। তার আগে আইন মন্ত্রণালয়ে বেটিং হবে। এরপর এটি মন্ত্রিসভায় যাবে অনুমোদনের জন্য। যদি এটা সেখানে পাশ হয় তবেই জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে।’
বর্তমান আইনে স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা যায় উল্লেখ করে তিনি বলেন, ‘এখন এই সংশোধন হওয়ার ফলে জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে। তবে আগামী নির্বাচনেই যে তা ব্যবহার করা হবে তা নয়, ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে। জাতীয় নির্বাচনেও যেন ইভিএম ব্যবহার করা যায় আমরা তার ক্ষেত্র তৈরি করে গেলাম।’
‘এর আগে বলেছিলেন সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না, তাহলে কেন আরপিও সংশোধন করা হলো’ এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করে আমরা ভালো ফল পেয়েছি। এজন্য আমরা বিষয়টি সংশোধন করছি।’
ইভিএম ব্যবহারের বিরোধিতা করে একজন কমিশনার (মাহবুব তালুকদার) ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাকি চার কমিশনার ঐক্যমতে পৌঁছেছে। তাদের সিদ্ধান্তেই আরপিও সংশোধন করা হয়েছে।’
‘বলা হচ্ছে ৪ হাজার কোটি টাকা অনিয়ম জন্য করার তড়িঘড়ি করে ইভিএম কেনা হচ্ছে, এটার সত্যতা কতটুকু’ এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘টাকা তো সরকারের হাতে। আমাদের হাতে না। ইভিএম তারই কিনবে। এখানে আমাদের অনিময় করার কোনো সুযোগ নেই।’