শুক্রবার, ২০ মে ২০২২, ১১:০৮ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মধ্যে উচ্চগতির রেল যোগাযোগ স্থাপনের মেগা প্রকল্প স্থগিত করেছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে সিঙ্গাপুর। খবর রয়টার্সের।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সময় চালু হওয়া বড় বড় প্রকল্পগুলো সঠিক উপায় হয়েছে কিনা এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০২০ সালের ৩১ মার্চের পরে এ প্রকল্প নতুন করে চালু হবে বলে সম্মত হয়েছে দুই দেশ। যৌথ প্রকল্প স্থগিত করার জন্য মালয়েশিয়াকে কোনো জরিমানা গুনতে হবে না।
মালয়েশিয়ার অর্থমন্ত্রী মোহাম্মদ আজমিন আলি সোমবার জানান, উভয়পক্ষ জরিমানা ছাড়া এই মেগা রেল প্রকল্পের কাজ দুই বছর পর্যন্ত স্থগিত রাখতে সম্মত হয়েছে।