বুধবার, ০৩ মার্চ ২০২১, ০১:৩৪ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: পুলিশের এসআই হিসেবে যোগ দিয়েছিলেন এ আর উমামহেশ্বর শর্মা। ৩০ বছরের চাকরিজীবনে পদোন্নতি পেয়েছেন কয়েকবার। বর্তমানে তিনি ডেপুটি কমিশনার।
এ আর উমামহেশ্বর শর্মা বর্তমানে ভারতের রচকোন্ডায় মালকাজগিরি ডিভিশনের দায়িত্বে রয়েছেন। কিন্তু উমামহেশ্বরে মেয়ে ইতিমধ্যে যোগ দিয়েছেন পুলিশে।
মেয়ে সিন্ধু শর্মা বর্তমানে তেলেঙ্গানার জাগতিয়াল জেলার পুলিশ সুপার। তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর সভায় সম্প্রতি দেখা হয়েছিল বাবা-মেয়ের।
মেয়েকে দেখেই উমামহেশ্বরের শরীর টানটান। হাত উঠে এল কপালের কোনায়। পুলিশি নিয়ম মেনে মেয়েকে স্যালুট জানান বাবা। মেয়েও সালামের জবাব দেন।
উমামহেশ্বর বলেন, ডিউটি করার সময় এই প্রথমবার আমরা মুখোমুখি হলাম। আমি ভাগ্যবান যে আমি সিন্ধুর সঙ্গে কাজ করছি। যখনই ওর সঙ্গে দেখা হয় অফিসে তখন আমি স্যালুট করি। তিনি আমার সিনিয়র। আমরা আমাদের মতো কাজ করি। তবে বাড়িতে আমরা সাধারণ বাবা-মেয়ের মতো।