মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০১:৩৬ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের উপদেষ্টা পদে ইস্তফা দিয়েছেন শোয়েব আখতার। বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে পদত্যাগের ঘোষণা দেন ‘পিন্ডি এক্সপেস’।
গত ফ্রেরুয়ারিতে এই ডান-হাতি পেসারকে বোর্ড চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন সদ্যপদত্যাগী পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি।
ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর পিসিবি থেকে সরে দাঁড়ান শেঠি। তার পথ অনুসরণ করলেন শোয়েবও।
টুইটে শোয়েব লিখেছেন, ‘এই ঘোষণার মাধ্যমে জানাচ্ছি যে, আমি পিসিবি চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অবিলম্বে কার্যকরভাবে পদত্যাগ করছি।’