1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

শনিবার, ২৫ জুন ২০২২, ০৮:১২ অপরাহ্ন

নবীগঞ্জের বড়াই

এম.শহিদুজ্জামান চৌধুরী

নবীগঞ্জে বাড়ি আমার
গর্বের সীমা নাই,
মানুষ গুলো নবী প্রেমিক
নামে প্রমাণ পাই।

আরো আছে রসূল গঞ্জ
ইমাম বাড়ি বাজার,
শাহজালালের সফর সঙ্গী
আউলিয়াদের মাযার।

ঐতিহাসিক কীর্তি আছে
আছে মিরের টিলা,
দিনারপুরের পাহাড় গুলো
খোদার আজব লীলা।

শাহ জালালের প্রথম বিজয়
চৌকির ও জমিন,
সেই চেতনায় উজ্জীবিত
হাজারো নবীন।

ভাষার লড়াই মুক্তি যুদ্ধের
ইতিহাসে আছে,
নর-নারী লড়াই করে
পাক হানাদার নাশে।

ছোট বড় নদী ঘেরা
আছে চারদিক,
নদীর পাড়ে গাঙচিল
বৃক্ষে শালিক।

সবুজ শ্যামল প্রকৃতি
মাঠ ভরা ধান,
সৌন্দর্য্য দর্শনে তার
বিমোহিত প্রাণ।

মানুষজন উদার মনের
ব্যবহারে ভালো,
দেশ-বিদেশে ছড়ায় সদা
জ্ঞান প্রদীপের আলো।

রাজনীতিতে শাহ কিবরিয়া
ফরিদ গাজীর খ্যাতি,
মরার পরেও তাদের তরে
বিলায় লোকে প্রীতি।

সাহিত্য আর বাউলা গানে
আছে যে সুনাম,
মুছন আলী, ইলিয়াস উদ্দিন
ছোটন এরই নাম।

আরো কত গুণী লেখক
এই অঞ্চলে ধাম,
প্রথম মুসলিম মহিলা কবি
ছামিনা বানু নাম।

কোরেশী মাগন সৈয়দ শাহনূর
মধ্য যুগের কবি,
ইতিহাসে লিখা আছে
জন্ম মৃত্যু সব-ই।

কৈ মাছের স্বাদের কথা
বলতে বেশি মানা,
বিবিয়ানা গ্যাসকূপ
সবার আছে জানা।

ছন্দে ছন্দে যা লিখেছি
একটু ও নয় ভূয়া,
সময় নিয়ে দেখে এসো
ফুলতলীর ওই কূয়া।

নবীগঞ্জী দেশ-বিদেশে
পড়েছে ছড়াই,
কাব্য কথায় নবীগঞ্জের
প্রকাশ করি বড়াই।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com