শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৪:১১ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৬০০ কেজি গাঁজা জাতীয় নেশাদ্রব্য জব্দ করা হয়েছে।
সোমবার সিআইডির একটি দল আফ্রিকার ইথিওপিয়া থেকে আসা এসব নেশাদ্রব্য জব্দ করে।
সিআইডির সিরিয়াস ক্রাইম অ্যান্ড হোমিসাইডাল ক্রাইমের বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, এই চালানে মোট ১ হাজার ৬০০ কেজি পাতাভর্তি ৯৬টি প্যাকেট আসে। এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় চালান।
মঙ্গলবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।