1. ahmedshuvo@gmail.com : admi2018 :
  2. mridubhashan@gmail.com : Mridubhashan .Com : Mridubhashan .Com

সোমবার, ১১ অক্টোবর ২০২১, ১০:৪৩ অপরাহ্ন

অভিনেত্রী রুমানা এখন ঢাকায়

অভিনেত্রী রুনা খানের বাসায় এক ঘরোয়া আড্ডায় রুমানা। ছবি: সংগৃহীত

মৃদুভাষণ ডেস্ক :: মডেল-অভিনেত্রী রুমানা খান এখন ঢাকায় অবস্থান করছেন। ২০১৫ সালের ৮ আগস্ট যুক্তরাষ্ট্র প্রবাসী এলিন রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুমানা। এরপর থেকে তিনি সেখানেই বসবাস করছেন। জানা গেছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন রুমানা।

গত শুক্রবার অভিনেত্রী রুনা খানের বাসায় এক ঘরোয়া আয়োজনে দেখা গেছে অভিনেত্রী রুমানাকে। সেই ঘরোয়া আয়োজনে আরও অনেকেই উপস্থিত ছিলেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী রিচি সোলায়মানও ছিলেন।

অভিনেত্রী রুমানা এখন ঢাকায়

কয়েকদিন আগেই দেশে এসেছেন রিচি সোলায়মান। গত শনিবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন রিচি। অন্যদিকে অভিনেত্রী রুমানা ঈদের আগে ঢাকায় এসেছেন। আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বলে জানা গেছে।

টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রুমানা। পরবর্তীতে সিনেমায় অভিনয় করেও তারকাখ্যাতি পেয়েছেন। বেশ কয়েক বছর তাকে মিডিয়ার কোনও কাজে সেভাবে দেখা যায়নি। তবে মিডিয়ার সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার।

তৌকির আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রুমানার। ২০০৭ সালে শাকিব খানের বিপরীতে ‘এক টাকার বউ’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

এরপর একে একে শাহীন-সুমনের ‘বিয়ে বাড়ি’, শাহাদাৎ হোসেন লিটনের ‘প্রেমে পড়েছি’, জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘মা আমার চোখের মণি’ চলচ্চিত্রে অভিনয় করেন। চার বছরের সিনেমা ক্যারিয়ারে ২৬টি ছবিতে অভিনয় করেছেন রুমানা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত মৃদুভাষণ - ২০১৪
Design & Developed BY ThemesBazar.Com