বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ০৪:২৪ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক:: ভারতে পাচারের সময় বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে বৃহস্পতিবার বিকালে ১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক রোহিঙ্গাদের মধ্যে ৪ জন নারী ৪ জন পুরুষ ও ১০ শিশু রয়েছে।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বেশ কয়েকজন রোহিঙ্গা নারী শিশু পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আমড়াখালি এলাকায় বেনাপোলগামী একটি বাসে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করা হয়।
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।