শনিবার, ০২ জুলাই ২০২২, ০৯:০১ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: বগুড়া ডিবি ও নন্দীগ্রাম থানা পুলিশ শুক্রবার ভোরে বিজরুল এলাকায় উপজেলা জামায়াতের আমির আনারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে আমিরসহ ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
এ সময় ওই বাড়ি থেকে ৫টি ককটেল, কিছু জিহাদি বই ও ৫টি মোটরবাইক জব্দ করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন জানান, আমিরের বাড়িতে নাশকতার গোপন বৈঠক চলছিল। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত ডিবি অফিস থেকে গ্রেফতার জামায়াত নেতাকর্মীদের নাম দেয়া হয়নি। নন্দীগ্রাম থানায় কেউ মামলাও করেনি।
নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন জানান, শুক্রবার ভোরে উপজেলার বিজরুল এলাকায় জামায়াতের আমির আনারুল ইসলামের বাড়িতে বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতার গোপন বৈঠক করছিলেন। গোপনে খবর পেয়ে ডিবি পুলিশ ও নন্দীগ্রাম থানা পুলিশ যৌথভাবে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় আমির আনারুল ইসলামসহ ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। ওই বাড়ি থেকে ৫টি তাজা ককটেল, কিছু জিহাদি বই ও ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর নুরে-এ-আলম সিদ্দিকী ফোন না ধরায় গ্রেফতার জামায়াত নেতাকর্মীদের নাম পাওয়া যায়নি।