শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০১:০৯ অপরাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: সিলেট রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের একজনের বয়স ২২ এবং অন্যজনের বয়স ১৮। তবে তাদের (রোববার দুপুর পর্যন্ত) পরিচয় জানা যায়নি। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশের সিলেট রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির হোসেন জানান, রাত ১০টার দিকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন প্লাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় এই দুই যুবক লাফিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করে। তখন ট্রেনে উঠতে না পেরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি বলেন, নিহত দুই যুবকের নাম ঠিকানা জানা যায়নি। তবে তারা ক্বিন ব্রিজে রিকশা ঠেলার কাজ করতো বলে জানা গেছে। সম্ভবত টিকিট ছাড়া চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।