রবিবার, ২৯ মে ২০২২, ০৮:৪৩ পূর্বাহ্ন
মৃদুভাষণ ডেস্ক :: স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। সেই বিক্ষোভে গুলি চালায় পুলিশ। পুলিশের চালানো গুলিতে ১ সাবেক ছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে জিনিউজ।
খবরে বলা হয়েছে, দাড়িভিট হাইস্কুলে উর্দু শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ওই শিক্ষককে স্কুলে দেখেই বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। বিক্ষোভ লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ।
ছাত্রদের অভিযোগ, পুলিশের চালানো গুলিতে রাজেশ সরকার নামে এক সাবেক ছাত্র নিহত হয়েছে। ইসলামপুর আইটিআই কলেজের ছাত্র ছিলেন তিনি। এছাড়া কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছে।